মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৩৫
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোরবানীর জন্য এক ব্যক্তির সাথে ষোলটি উটনী পাঠাইলেন এবং তাহাকে এ ব্যাপারে ক্ষমতা দান করিলেন। সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! যদি উহাদের কোনটি পথে অচল হইয়া যায়, তবে আমি কি করিব? হুযুর বলিলেন উহাকে জবাই করিবে, অতঃপর উহার মালার জুতা দুইটি উহার রক্তে রঞ্জিত করিয়া উহার পার্শ্বের উপর রাখিয়া দিবে; কিন্তু তুমি ও তোমার সাথীদের কেহ উহা খাইবে না। —মুসলিম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ عَشَرَ بَدَنَةً مَعَ رَجُلٍ وَأَمَّرَهُ فِيهَا. فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ بِمَا أُبْدِعَ عَلَيَّ مِنْهَا؟ قَالَ: «انْحَرْهَا ثُمَّ اصْبُغْ نَعْلَيْهَا فِي دَمِهَا ثُمَّ اجْعَلْهَا عَلَى صَفْحَتِهَا وَلَا تَأْكُلْ مِنْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أهل رفقتك» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
‘পার্শ্বের উপর জুতা রাখিয়া দিবে – যাহাতে বুঝা যায় যে, ইহা ‘হাদঈ' এবং যাহাতে গরীবরাই উহা খায়।
