মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৩০
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩০। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার হজ্জে আপন বিবিদের পক্ষ হইতে একটি গরু কোরবানী করিয়াছিলেন। -মুসলিম
وَعنهُ قَالَ: نَحَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بَقَرَةً فِي حَجَّتِهِ. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ উভয় হাদীসে একই ঘটনার উল্লেখ করা হইয়াছে; কিন্তু হাদীসের রাবী সংক্ষেপে শুধু আয়েশার নাম করিয়াছেন অথবা দুই পৃথক গরুও হইতে পারে।
