মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২৯
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬২৯। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর তারিখে (মিনায়) বিবি আয়েশার পক্ষ হইতে একটি গরু কোরবানী দিয়াছিলেন। — মুসলিম
وَعَن جَابر قَالَ: ذَبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَائِشَةَ بَقَرَةً يَوْمَ النَّحْرِ. رَوَاهُ مُسلم
