মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২৮
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬২৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বায়তুল্লাহর হাদঈ রূপে এক পাল ছাগল-ভেড়া পাঠাইলেন এবং উহার গলায় জুতার মালা পরাইয়াছিলেন। মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَهْدَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مرّة إِلَى الْبَيْت غنما فقلدها
হাদীসের ব্যাখ্যা:
ছাগল-ভেড়ার কুঁজ চিরা যায় না। ইহা সুন্নতও নহে।
