মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬২৭
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬২৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলায়ফায় যোহরের নামায পড়িলেন, অতঃপর আপন (হাদই) উটনী আনাইলেন এবং উহার কুঁজের ডান দিক চিরিয়া দিলেন। তৎপর উহার রক্ত মুছিয়া ফেলিলেন এবং উহার গলায় দুই জুতার একটি মালা পরাইয়া দিলেন। অতঃপর সওয়ারীতে সওয়ার হইলেন। (সম্মুখে যাইয়া) বায়দাতে যখন সওয়ারী সোজা হইয়া দাড়াইল, তিনি হজ্জের 'তালবিয়া' বলিলেন। মুসলিম
بَابُ الْهَدْىِ: الْفَصْل الأول
عَن ابْنِ عَبَّاسٍ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الْحُلَيْفَةِ ثُمَّ دَعَا بِنَاقَتِهِ فَأَشْعَرَهَا فِي صَفْحَةِ سَنَامِهَا الْأَيْمَنِ وَسَلَّتَ الدَّمَ عَنْهَا وَقَلَّدَهَا نَعْلَيْنِ ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ فَلَمَّا اسْتَوَتْ بِهِ على الْبَيْدَاء أهل بِالْحَجِّ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

মক্কার হেরেমে কোরবানীর জন্য পাঠাইবার পশু

মূলে 'হাদঈ' - هدي শব্দ রহিয়াছে, যাহার অর্থ, সেসকল পশু যাহা মক্কার হেরেমে কোরবানীর জন্য পাঠান হয়। ইসলাম-পূর্ব জাহেলিয়াত যুগের মুশরিক আরবরাও হজ্জ ও উমরা করিত এবং তথায় কোরবানী করিত। যাহারা হজ্জ বা উমরায় যাইতে পারিত না তাহারাও তথায় কোরবানীর পশু পাঠাইত। এ সকল পশু পথে দস্যু-তস্কর কর্তৃক লুণ্ঠিত না হওয়ার জন্য উহাকে দুইটি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হইত। পশুর কুঁজের এক পার্শ্ব চিরিয়া দেওয়া হইত এবং গলায় জুতার মালা পরাইয়া দেওয়া হইত। ইসলাম এই প্রথাকে এই উদ্দেশ্যে বহাল রাখে যে, কেহ যেন উহাতে আরোহণ না করে, মালদারেরা উহার গোত না খায় এবং উহা হারাইয়া গেলে ফেরৎ পাওয়া যায়।
কোরআনে এই নিয়ম রক্ষার জন্য তাকীদ রহিয়াছে। কোরআনে বলা হইয়াছেঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ – (مائدة ٢)

“হে মু'মিনগণ, তোমরা অবমাননা করিও না আল্লাহর নিদর্শনরাজির, না সম্মানিত মাসসমূহের, না কোরবানীর জন্য পাঠান পশুসকলের, আর না গলায় মালা পরান পশুসমূহের।” (সূরা মায়েদা, আয়াত ২)
নবী করীম (ﷺ) যখন ৬ষ্ঠ হিজরীতে উমরা করিতে রওয়ানা হইয়াছিলেন এবং হুদায়বিয়া হইতে ফিরিয়া আসিয়াছিলেন, তখন তিনি সাথে ৬০টি কোরবানীর পশু লইয়াছিলেন এবং পরবর্তী বৎসর যখন উহা ক্বাযা করিতে গিয়াছিলেন, তখন ৭০টি পশু সাথে লইয়াছিলেন। নবম হিজরীতে তিনি হজ্জে যাইতে না পারিলেও 'আমীরুল হজ্জ' হযরত আবু বকর সিদ্দীকের সাথে কোরবানীর পশু পাঠাইয়াছিলেন এবং দশম হিজরীর বিদায় হজ্জে তিনি মোট একশতটি পশু কোরবানী করিয়াছিলেন।

'আপন উটনী'—অর্থাৎ, 'হাদঈ' স্বরূপ যেসকল উটনী সঙ্গে লইয়াছিলেন উহাদের মধ্যকার একটি নির্দিষ্ট উটনী অথবা আপন সওয়ারীর উটনীসমূহের মধ্যকার একটি উটনী, যাহাকে তিনি 'হাদঈ'তে যোগ করিতেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬২৭ | মুসলিম বাংলা