মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২৪
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - পাথর মারা
২৬২৪। হযরত আয়েশা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ কাঁকর মারা ও সাফা মারওয়ার মধ্যে সায়ী করা আল্লাহর যিকির প্রতিষ্ঠা করার জন্যই প্রবর্তিত হইয়াছে। —তিরমিযী ও দারেমী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও সহীহ্।
وَعَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا جُعِلَ رَمْيُ الْجِمَارِ وَالسَّعْيُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِإِقَامَةِ ذِكْرِ اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
হাদীসের ব্যাখ্যা:
‘যিকির প্রতিষ্ঠার জন্য'—অর্থাৎ, বাহ্যদৃষ্টিতে কাকর মারা ও দৌড়াদৌড়ি করা এবাদত বলিয়া মনে না হইলেও উহাতে আল্লাহর যিকির বা স্মরণ রহিয়াছে। কারণ, যাহার হেকমত বা রহস্য বুঝে আসে না তাহাও একমাত্র আল্লাহর নির্দেশ পালনার্থে করা—ইহা ছোট এবাদত নহে, সেরা এবাদত। এ ছাড়া হযরত আদম ও ইবরাহীম (আঃ)-এর স্মৃতি রক্ষা করা তো ইহাতে আছেই।
