মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬২৫
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - পাথর মারা
২৬২৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা সাহাবীগণ আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি মিনায় আপনার জন্য একটি বাড়ী তৈয়ার করিব না—যাহা আপনাকে সর্বদা ছায়া দিবে? তিনি বলিলেন, না। মিনায় সে-ই ডেরা গাড়িতে পারিবে যে প্রথমে আসিবে। – তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْهَا قَالَتْ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ ألَا نَبْنِي لَكَ بِنَاءً يُظِلُّكَ بِمِنًى؟ قَالَ: «لَا مِنًى مُنَاخُ مَنْ سَبَقَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه والدارمي

হাদীসের ব্যাখ্যা:

হুযুরের দেখাদেখি অন্যেরাও বাড়ী বানাইবে আর ইহাতে অন্যদের অসুবিধা ঘটিবে—ইহা তিনি পছন্দ করেন নাই। ইহাতে বুঝা গেল যে, এবাদতের জায়গায় কাহারও বিশেষ অধিকার নাই। যে অগ্রে আসিবে তাহারই অগ্রাধিকার জন্মিবে। কিন্তু ইমাম আবু হানীফা (রঃ)-এর মতে ইহার কারণ অন্য। মক্কা বিজয়ের সময় হুযূর মিনাসহ সমস্ত হেরেমের যমীনকে মুসলমান সাধারণের জন্য ওয়াকফ করিয়া দিয়াছিলেন। একারণেই তিনি তথায় নিজের জন্য বাড়ী করিতে নিষেধ করিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬২৫ | মুসলিম বাংলা