মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - পাথর মারা
২৬২৩। হযরত কুদামা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আম্মার (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে দেখিয়াছি, ঈদের দিনে তিনি একটি লাল সাদা মিশ্রিত উটনীর উপর থাকিয়া জামরায় কাঁকর মারিতেছেন— যথায় কাহাকেও মারণ নাই, হাঁকানো নাই, সর সর রবও নাই। —শাফেয়ী, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ صَهْبَاءَ لَيْسَ ضَرْبٌ وَلَا طَرْدٌ وَلَيْسَ قِيلُ: إِلَيْكَ إِليك. رَوَاهُ الشَّافِعِيُّ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
