মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২২
৬. প্রথম অনুচ্ছেদ - পাথর মারা
২৬২২। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: এস্তেঞ্জার ঢেলা লইতে হয় বিজোড়, কাকর মারা বিজোড়, সাফা-মারওয়ার সায়ী করা বিজোড় ও তওয়াফ করা বিজোড় এবং যখন তোমাদের কেহ সুগন্ধ ধোয়া লয় সে যেন বিজোড় লয়। —মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الِاسْتِجْمَارُ تَوٌّ وَرَمْيُ الْجِمَارِ توٌّ وَالسَّعْيُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ تَوٌّ وَالطَّوَافُ تَوٌّ وَإِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيَسْتَجْمِرْ بِتَوٍّ» . رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
এ সকল কাজ এবং অপর যেসকল কাজ বিজোড় ভাবে করা যাইতে পারে তাহা বিজোড় করাই মোস্তাহাব।
