মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬১৯
৬. প্রথম অনুচ্ছেদ - পাথর মারা
২৬১৯। হযরত জাবের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি তিনি জামরায় খযফের কাকরের ন্যায় কাকর মারিতেছেন। —মুসলিম
وَعَنْهُ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَى الْجَمْرَةَ بِمِثْلِ حَصَى الْخَذْفِ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
কাকর খেজুর দানার ন্যায় এত বড় হওয়া উচিত। ইহা হইতে বড়ও নহে এবং অতি ছোটও নহে।
