মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬১৮
৬. প্রথম অনুচ্ছেদ - পাথর মারা
২৬১৮। হযরত জাবের (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি কোরবানীর দিন তিনি আরোহণে থাকিয়া কাঁকর মারিতেছেন এবং বলিতেছেন, তোমরা আমার নিকট হইতে তোমাদের হজ্জের আহকাম শিখিয়া লও। আমি জানি না,—সম্ভবতঃ আমার এ হজ্জের পর আর আমি হজ্জ করিতে পারিব না। — মুসলিম
بَابُ رَمْىِ الْجِمَارِ: الْفَصْل الأول
عَن جَابر قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ وَيَقُولُ: «لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بعد حجتي هَذِه» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কাঁকর মারা

কথিত আছে যে, হযরত আদম (আঃ) যখন মিনায় উপস্থিত হন, তখন শয়তান তাঁহার নিকটে আসে। তিনি পাথর মারিলে সে দ্রুত পলায়ন করে। এইরূপে হযরত ইবরাহীম (আঃ) যখন আপন পুত্র ইসমাঈলকে তথায় কোরবানী দিতে প্রস্তুত হন, তখনও শয়তান আসিয়া তাঁহাকে ফিরাইতে চেষ্টা করে এবং তিনি তাহাকে পাথর মারিয়া তাড়ান। যে যে স্থানে তাহাকে পাথর মারা হয়, সে সে স্থানকে চিহ্নিত করার জন্য পরবর্তীকালে তথায় পাথরের স্তম্ভ নির্মাণ করা হইয়াছে। এই নির্মিত স্তম্ভকে 'জামরা' বলে। বর্তমানে এই 'জামরা'কে লক্ষ্য করিয়াই কাকর মারা হয়। 'জামরা' তিনটি। মক্কার দিক হইতে প্রথম জামরা মসজিদে খায়ফের নিকটে। ইহার নাম 'জামরায়ে উলা।' অতঃপর 'জামরায়ে উসতা', তৎপর ‘জামরাতুল আকাবা'। ইহার অপর নাম জামরাতুল কুবরা বা বড় জামরা। আরাফাত হইতে আসিয়া প্রথমে ইহাতেই কাকর মারিতে হয়।

এ হাদীস অনুসারে কেহ কেহ বলেন, সওয়ারীতে থাকিয়া কাঁকর মারাই উত্তম। পক্ষান্তরে অপর কেহ বলেন, হুযূর এখানে অন্যকে দেখাইবার ও শিখাইবার উদ্দেশ্যেই বাহনে আরোহণ করিয়াছিলেন। সুতরাং হাঁটিয়া যাইয়া নীচে থাকিয়া কাকর মারাই উত্তম। ইহাতে অন্যদের কষ্ট হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬১৮ | মুসলিম বাংলা