মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২০
৬. প্রথম অনুচ্ছেদ - পাথর মারা
২৬২০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে জামরায় করে মারিয়াছেন সকাল বেলায়, আর ইহার পর মারিয়াছেন যখন সূর্য ঢলিয়া গিয়াছে তখন। -মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: رَمَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ضُحًى وَأَمَّا بَعْدَ ذَلِكَ فَإِذَا زَالَتِ الشَّمْسُ
হাদীসের ব্যাখ্যা:
ইবনে হুমাম (রঃ) বলেন, এ হাদীস হইতে বুঝা গেল যে, দ্বিতীয় তৃতীয় দিনে সূর্য ঢলিবার পূর্বে কাকর মারার সময় হয় না।
