মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬১৬
৫. তৃতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১৬। (তাবেয়ী) ইয়া'কুব ইবনে আসেম ইবনে ওরওয়া হইতে বর্ণিত আছে যে, তিনি হযরত শারীদ (ইবনে ছুওয়াইদ)-কে বলিতে শুনিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে আরাফাত হইতে রওয়ানা হইয়াছি, দেখিয়াছি তাঁহার পা মোবারক কোথাও যমীন স্পর্শ করে নাই, যাবৎ না মুযদালিফায় পৌঁছিয়াছেন। –আবু দাউদ
الْفَصْل الثَّالِث
عَنْ يَعْقُوبَ بْنِ عَاصِمِ بْنِ عُرْوَةَ أَنَّهُ سمع الشَّريدَ يَقُولُ: أَفَضْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا مَسَّتْ قَدَمَاهُ الْأَرْضَ حَتَّى أَتَى جمْعاً. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

'যমীন স্পর্শ করে নাই' – অর্থাৎ, মধ্যস্থলে তিনি আর কোথাও অবতরণ ও অবস্থান করেন নাই। এ ব্যাপারে ইহাই হইল সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান