মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬১৫
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মক্কাবাসী অথবা বাহিরের আগন্তুক উমরাকারী 'লাব্বাইক' বলিতে থাকিবে যে পর্যন্ত না (তওয়াফে) 'হাজারে আসওয়াদ' স্পর্শ করে। –আবু দাউদ। তিনি বলেন, হাদীসটি মউকুফ অর্থাৎ, ইহা ইবনে আব্বাসের কথা।
وَعَن ابنِ عبَّاسٍ، قَالَ: يُلَبِّي المقيمُ أَوِ المعتَمِرُ حَتَّى يستلمَ الْحَجَرَ) . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: وَرُوِيَ مَوْقُوفًا على ابنِ عبَّاس.
tahqiqতাহকীক:তাহকীক চলমান