মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬১৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মুযদালিফার রাত্রিতে রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে -- আব্দুল মুত্তালিব বংশীয় বালকদিগকে — গাধার উপর সওয়ার করিয়া তাহার পূর্বেই মিনার দিকে রওয়ানা করিয়া দিলেন এবং আমাদের রান ছাপড়াইয়া বলিলেনঃ আমার প্রিয় সন্তানগণ! তোমরা সূর্য উঠার পূর্বে জামরায় কাকর মারিও না। –আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً الْمُزْدَلِفَةِ أُغَيْلِمَةَ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ عَلَى حُمُرَاتٍ فَجَعَلَ يَلْطَحُ أَفْخَاذَنَا وَيَقُولُ: «أُبَيْنِيَّ لَا تَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, রাতে কাকর মারা জায়েয নহে। অবশ্য ঊষার সময় মারা জায়েয, তবে উত্তম নহে। ইমাম আযমের ইহাই মাযহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান