মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬১২
- হজ্জ্বের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১২। হযরত মুহাম্মাদ ইবনে কায়স ইবনে মাখরামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের ভাষণ দান করিলেন এবং বলিলেনঃ জাহেলিয়াতের লোকেরা আরাফাত হইতে রওয়ানা হইত যখন সূর্য অস্তের পূর্বে মানুষের চেহারাতে মানুষের পাগড়ির ন্যায় দেখাইত এবং মুযদালিফা হইতে রওয়ানা হইত যখন সূর্য উদয়ের পর মানুষের চেহারায় ঐরূপ মানুষের পাগড়ির ন্যায় দেখাইত, আর আমরা আরাফাত হইতে রওয়ানা হইব না, যাবৎ না সূর্য ডুবিয়া যায় এবং মুযদালিফা হইতে রওয়ানা হইব সূর্য উঠার পূর্বে। আমাদের নিয়ম মূর্তিপূজক ও শিরকপন্থীদের নিয়মের বিপরীত। —বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب المناسك
الْفَصْل الثَّانِي
وَعَن محمّدِ بنِ قيسِ بن مَخْرمةَ قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا يَدْفَعُونَ مِنْ عَرَفَةَ حِينَ تَكُونُ الشَّمْسُ كَأَنَّهَا عَمَائِمُ الرِّجَالِ فِي وُجُوهِهِمْ قَبْلَ أَنْ تَغْرُبَ وَمِنَ الْمُزْدَلِفَةِ بَعْدَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ حِينَ تَكُونُ كَأَنَّهَا عَمَائِمُ الرِّجَالِ فِي وُجُوهِهِمْ. وَإِنَّا لَا نَدْفَعُ مِنْ عَرَفَةَ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَنَدْفَعُ مِنَ الْمُزْدَلِفَةِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ هَدْيُنَا مُخَالِفٌ لِهَدْيِ عَبَدَةِ الْأَوْثَانِ وَالشِّرْكِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان وَقَالَ فِيهِ: خَطَبنَا وَسَاقه بِنَحْوِهِ
হাদীসের ব্যাখ্যা:
সূর্য উদিত হওয়ার সামান্য পর এবং অস্তমিত হওয়ার সামান্য পূর্বে উহার কিরণ সোজাসুজি মানুষের চেহারায় আসিয়া পৌঁছে, এ সময় মানুষ যখন কোন গিরিপথ বা উপত্যকায় থাকে, সূর্যের কিরণে তাহাদের চেহারা পাগড়ির ন্যায় দেখায়।