মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬১১
৫. প্রথম অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১১। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফা হইতে রওয়ানা হইলেন শান্তভাবে এবং লোকদিগকেও শান্তভাবে চলিতে নির্দেশ দিলেন; কিন্তু যখন মুহাসসির উপত্যকায় পৌঁছিলেন উটকে কিছু তাড়না করিলেন এবং তাহাদিগকে আদেশ দিলেন জামরায় অঙ্গুলী দ্বারা মারা যায় মত কঙ্কর মারিতে। এ সময় তিনি বলিলেন, সম্ভবতঃ আমার এ বছরের পর আর আমি তোমাদিগকে দেখিতে পাইব না। গ্রন্থকার খতীব তাবরেযী বলেন, বুখারী বা মুসলিমে এ হাদীসটি আমি পাই নাই, তবে তিরমিযী কিছু আগপিছ করিয়া ইহা বর্ণনা করিয়াছেন।
وَعَنْ جَابِرٍ قَالَ: أَفَاضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَمْعٍ وَعَلَيْهِ السَّكِينَةُ وَأَمَرَهُمْ بِالسَّكِينَةِ وَأَوْضَعَ فِي وَادِي مُحَسِّرٍ وَأَمَرَهُمْ أَنْ يَرْمُوا بِمِثْلِ حَصَى الْخَذْفِ وَقَالَ: «لَعَلِّي لَا أَرَاكُمْ بَعْدَ عَامِي هَذَا» . لَمْ أَجِدْ هَذَا الْحَدِيثَ فِي الصَّحِيحَيْنِ إِلَّا فِي جَامِعِ التِّرْمِذِيِّ مَعَ تقديمٍ وَتَأْخِير

হাদীসের ব্যাখ্যা:

অপর হাদীসে আসিতেছে, “আমার এ হজ্জের পর সম্ভবতঃ আর আমি হজ্জ করিতে পারিব না।” মোটকথা, এ হজ্জে হুযূর সকল হইতে বিদায় লইয়াছিলেন— তাই ইহাকে 'হাজ্জাতুল বেদা' বা বিদায় হজ্জ বলা হইয়া থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান