মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬১০
৫. প্রথম অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১০। হযরত ইবনে আব্বাস (রাঃ) তাঁহার ভাই ফযল ইবনে আব্বাস হইতে বর্ণনা করেন—আর ফল ছিলেন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটে পিছনে আরোহী —নবী করীম (ছাঃ) আরাফার সন্ধ্যায় ও মুযদালিফার ভোরে লোকদেরে বলিয়াছেন, যখন তাহারা প্রত্যাবর্তন করিতেছিল – তোমরা অবশ্যই শান্তভাবে চলিবে এবং তিনি নিজেও আপন উটনী সংযত রাখিয়াছিলেন, যাবৎ না মুহাসির পর্যন্ত পৌঁছিয়াছিলেন—আর মুহাসির হইল মিনারই অন্তর্গত। তথায় তিনি বলিলেন: তোমরা কাকর লও যাহা জামরাতে মারা হইবে, অঙ্গুলী স্পর্শে মারা যায় মত ছোট কাকর। ফযল বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় কাকর মারা পর্যন্ত সর্বদা তালবিয়া পড়িতেছিলেন। —মুসলিম
وَعَن الفضلِ بن عبَّاسٍ وَكَانَ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي عَشِيَّةِ عَرَفَةَ وَغَدَاةِ جَمْعٍ لِلنَّاسِ حِينَ دَفَعُوا: «عَلَيْكُمْ بِالسَّكِينَةِ» وَهُوَ كَافٌّ نَاقَتَهُ حَتَّى دَخَلَ مُحَسِّرًا وَهُوَ مِنْ مِنًى قَالَ: «عَلَيْكُمْ بِحَصَى الْخَذْفِ الَّذِي يُرْمَى بِهِ الْجَمْرَةَ» . وَقَالَ: لَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'অঙ্গুলী স্পর্শে মারা যায় মত'—মূলে 'খাযফ' শব্দ রহিয়াছে, যাহার অর্থ, বৃদ্ধা ও তর্জনীর মাথা দ্বারা বা বৃদ্ধার পেটের উপর রাখিয়া তর্জনীর মাথা দ্বারা মারা। অর্থাৎ, এমন ছোট কাঁকর যাহা অঙ্গুলী দ্বারা মারা যাইতে পারে। (২) অপর হাদীসে এই কাকর মুযদালিফায় লওয়ার কথা রহিয়াছে। সুতরাং যেখান হইতেই লইয়া যাইবে চলিবে, কিন্তু জামরায় একবার যে কাঁকর মারা হইয়াছে তাহা লওয়া উত্তম নহে। (৩) এখান হইতে কাঁকর কয়টি লইতে হইবে — সেই দিনের জন্য সাতটি, না সকল দিনের মোট সত্তরটি—এ সম্পর্কে হাদীসে কিছু স্পষ্ট উল্লেখ নাই—এ কারণে এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতভেদ রহিয়াছে।
