মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬০৯
৫. প্রথম অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬০৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফার রাত্রিতে আপন পরিবারের যেসকল দুর্বলদেরে (-শিশু ও মহিলাদের) সময়ের পূর্বেই মিনার দিকে পাঠাইয়াছিলেন, আমিও তাহাদের মধ্যে ছিলাম। — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَنَا مِمَّنْ قَدَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَة الْمزْدَلِفَة فِي ضعفة أَهله
হাদীসের ব্যাখ্যা:
আরাফাত হইতে ফিরিয়া ঊষার উদয় পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা ওয়াজিবঃ কিন্তু ওযরের কারণে ইহার পূর্বেও রওয়ানা হওয়া জায়েয়—এ হাদীস ইহাই বুঝায়। পরে লোকের ভীড়ের মধ্যে ইহাদের কষ্ট হইবে–এ জন্যই হুযূর (ﷺ) ইহাদেরে পূর্বে রওয়ানা করিয়া দিয়াছিলেন।
