মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬০৭
৫. প্রথম অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬০৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে পড়িয়াছেন, প্রত্যেকটি এক (ভিন্ন) একামত দ্বারা এবং উভয়ের মধ্যে কোন নফল পড়েন নাই—উহাদের পরেও নহে। —বুখারী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: جَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِجَمْعٍ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلَا عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

আরাফাত হইতে ঠিক মাগরিবের সময়েই রওয়ানা হইয়াছিলেন এবং মুযদালিফায় এশার সাথে উহা পড়িয়াছিলেন। বুখারী ও মুসলিমের ঐকমত্য বর্ণনায় দুই একামতের কথাই রহিয়াছে। সুতরাং তাহাই গ্রহণযোগ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান