মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬০৬
৫. প্রথম অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬০৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, উসামা ইবনে যায়দ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ার ছিলেন আরাফাত হইতে মুযদালিফা প্রত্যাবর্তন পর্যন্ত, অতঃপর হুযূর মুযদালিফা হইতে মিনা প্রত্যাবর্তন পর্যন্ত (আমার বড় ভাই) কখল ইবনে আব্বাসকেও আপন পিছনে সওয়ার করাইলেন। তাহারা উভয়ে বলিয়াছেন যে, হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবায় কঙ্কর মারা পর্যন্ত তালবিয়া বলিয়াছিলেন। মোত্তাঃ
وَعَنْهُ أَنَّ أُسَامَةَ بْنَ زِيدٍ كَانَ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى فَكِلَاهُمَا قَالَ: لَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَة الْعقبَة
হাদীসের ব্যাখ্যা:
প্রত্যাবর্তন কালের অবস্থা বর্ণনা করাই এই হাদীসের উদ্দেশ্য।
