মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬০১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৬০১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন আরাফার দিন হয়, তখন আল্লাহ্ তা'আলা এই নিকটতম আসমানে আসেন এবং হাজীদের লইয়া ফিরিশতাদিগের নিকট ফখর করেন এবং বলেন যে, দেখ আমার বান্দাদের দিকে, তাহারা আমার নিকট আসিয়াছে এলোমেলো কেশে ধুলা-বালি গায়ে, ফরিয়াদ করিতে করিতে—বহু দূর-দূরান্তর হইতে। আমি তোমাদিগকে সাক্ষী করিতেছি, আমি তাহাদিগকে মাফ করিয়া দিলাম। তখন ফিরিশতাগণ বলেন, হে পরওয়ারদেগার! অমুককে তো বড় গোনাগার বলা হয়, আর অমুক পুরুষ ও অমুক স্ত্রীকেও। তিনি বলেন, তখন আল্লাহ্ তা'আলা বলেন, আমি তাহাদেরও মাফ করিয়া দিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, এমন কোন দিন নাই যাহাতে দোযখ হইতে অধিক মুক্তি দেওয়া হইয়া থাকে আরাফার দিন অপেক্ষা। — শরহে সুন্নাহ্
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كَانَ يَوْمُ عَرَفَةَ إِنَّ اللَّهَ يَنْزِلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ فَيَقُولُ: انْظُرُوا إِلَى عِبَادِي أَتَوْنِي شُعْثًا غُبْرًا ضَاجِّينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ فَيَقُولُ الْمَلَائِكَةُ: يَا رَبِّ فُلَانٌ كَانَ يُرَهَّقُ وَفُلَانٌ وَفُلَانَةُ قَالَ: يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: قَدْ غَفَرْتُ لَهُمْ . قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا مِنْ يَوْمٍ أَكْثَرَ عَتِيقًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ» . رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

ক্ষমার ব্যাপারে আরাফার দিনই শ্রেষ্ঠ দিন, আর জুমুআর দিন অপর সকল ব্যাপারে শ্রেষ্ঠ দিন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান