মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬০০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৬০০। হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ্ ইবনে কারীয (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শয়তানকে কোন দিন এত অধিক অপমানিত, এত অধিক ধিকৃত, এত অধিক হীন ও এত অধিক রাগান্বিত দেখা যায় না আরাফার দিন অপেক্ষা। যেহেতু সে দেখিতে থাকে যে, বান্দাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হইতেছে এবং তাহাদের বড় বড় গোনাহ্ মাফ করা হইতেছে; কিন্তু যাহা দেখা গিয়াছিল বদরের দিনে ; (তাহা ইহা অপেক্ষাও অধিক গুরুতর!) কেহ জিজ্ঞাসা করিল, বদরের দিন কি দেখা গিয়াছিল (ইয়া রাসূলাল্লাহ্!) উত্তরে তিনি বলিলেন, সেদিন সে নিশ্চিতরূপে দেখিয়াছিল যে, হযরত জিবরাঈল (আঃ) ফিরিশতাদিগকে সারিবন্দী করিতেছেন। — মালেক মুরসালরূপে। শরহে সুন্নাহয় মাসাবীহের শব্দে ।
لإرساله وَعَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ وَمَا ذَاكَ إِلَّا لِمَا يَرَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنِ الذُّنُوبِ الْعِظَامِ إِلَّا مَا رُئِيَ يَوْمَ بَدْرٍ» . فَقِيلَ: مَا رُئِيَ يَوْمَ بَدْرٍ؟ قَالَ: «فَإِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ» . رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا وَفِي شَرْحِ السُّنَّةِ بِلَفْظِ الْمَصَابِيحِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬০০ | মুসলিম বাংলা