মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬০২
৪. তৃতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৬০২। হযরত আয়েশা (রাঃ) বলেন, কুরাইশ এবং যাহারা তাহাদের রীতির অনুসরণ করিত, তাহারা (আরাফার তারিখে) মুযদালিফায় অবস্থান করিত এবং নিজদিগকে বাহাদুর আশরাফ বলিয়া অভিহিত করিত। আর সমস্ত আরব গোত্র আরাফাতে যাইয়া অবস্থান করিত। যখন ইসলাম আসিল, আল্লাহ্ তা'আলা (আশরাফকুল শ্রেষ্ঠ) আপন নবীকে নির্দেশ দিলেন, তিনি যেন আরাফাতে যাইয়া সাধারণের সাথে অবস্থান করেন, অতঃপর প্রত্যাবর্তন করেন উহা হইতে। ইহাই কোরআনে আল্লাহর এই কালামে বলা হইয়াছে, “অতঃপর প্রত্যাবর্তন করুন যেখান হইতে মানুষ প্রত্যাবর্তন করে।” —মোত্তাঃ
الْفَصْل الثَّالِث
عَن عَائِشَة قَالَتْ: كَانَ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بالمزْدَلفَةِ وَكَانُوا يُسمَّوْنَ الحُمْسَ فكانَ سَائِرَ الْعَرَبِ يَقِفُونَ بِعَرَفَةَ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ تَعَالَى نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ فَيَقِفُ بِهَا ثُمَّ يَفِيضُ مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: (ثُمَّ أفِيضُوا من حَيْثُ أَفَاضَ النَّاس)

হাদীসের ব্যাখ্যা:

‘বাহাদুর আশরাফ বলিয়া অভিহিত করিত'— সুতরাং আরাফাতে যাইয়া সাধারণ বা আরাফদের সাথে অবস্থান করাকে তাহারা নিজেদের জন্য অপমানকর বলিয়া ভাবিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬০২ | মুসলিম বাংলা