মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯৭
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৭। হযরত খালেদ ইবনে হাওদা (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে আরাফার দিনে একটি উটের উপর থাকিয়া ভাষণ দান করিতে দেখিয়াছি। –আবু দাউদ
وَعَن خالدِ بنَ هَوْذَةَ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ عَرَفَةَ عَلَى بَعِيرٍ قَائِمًا فِي الركابين. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
জাবেরের হাদীসে গিয়াছে, ইহা ছিল হুযুরের 'কাসওয়া' নামীয় উটনী। দুপুরের পর তিনি আরাফাতের আরানা উপত্যকায় এই ভাষণ দান করিয়াছিলেন।
