মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯৮
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৮। আমর ইবনে শুআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত দোআর শ্রেষ্ঠ দো'আ হইল আরাফার দিনের দো'আ এবং সমস্ত যিকির যাহা আমি করিয়াছি ও আমার পূর্ববর্তী নবীগণ করিয়াছেন, তাহার শ্রেষ্ঠটি হইলঃ “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু লাহুলমুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন কাদীর।” – 'আল্লাহ্ ব্যতীত কোন মা'বুদ নাই, তিনি অদ্বিতীয়, তাঁহার কোন শরীক নাই; তাঁহারই রাজত্ব এবং তাঁহারই জন্য সমস্ত প্রশংসা, তিনি সর্বশক্তিমান।' –তিরমিযী।
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْء قدير . رَوَاهُ التِّرْمِذِيّ
