মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯৬
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত আরাফাতই অবস্থানস্থল এবং সমস্ত মিনাই কোরবানগাহ্ এবং সমস্ত মুযদালিফাই অবস্থানস্থল এবং মক্কার সমস্ত রাস্তাই রাস্তা ও কোরবানগাহ্ । —আবু দাউদ ও দারেমী
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ عَرَفَةَ مَوْقِفٌ وَكُلُّ مِنًى مَنْحَرٌ وَكُلُّ الْمُزْدَلِفَةِ مَوْقِفٌ وَكُلُّ فِجَاجِ مَكَّةَ طَرِيقٌ وَمَنْحَرٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
‘সমস্ত রাস্তাই রাস্তা – সুতরাং যে কোন রাস্তা দিয়া প্রবেশ করিলেই চলিবে – যদিও সানিয়ায়ে কাদা দিয়া প্রবেশ করা উত্তম। এইরূপে মক্কা শহর সমস্তটাই কোরবানগাহ্—যদিও উমরার পশু মারওয়ায় এবং হজ্জের পশু মিনায় জবাই করাই উত্তম।
