মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯৫
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৫। (তাবেয়ী) আমর ইবনে আব্দুল্লাহ্ ইবনে সফওয়ান তাঁহার এক মামু হইতে বর্ণনা করেন, যাহাকে ইয়াযীদ ইবনে শায়বান বলা হইত। ইয়াযীদ বলেন, আমরা আরাফাতে আমাদের পূর্বপুরুষদের স্থানে ছিলাম। আমর বলেন, ইহা ইমামের (অর্থাৎ, হুযূরের) স্থান হইতে বহু দূরে ছিল। (তাই তাহারা হুযুরের নিকটে যাইতে চাহিতেছিল।) ইয়াযীদ বলেন, এ সময় আমাদের নিকট ইবনে মিরবা' আনসারী আসিয়া বলিলেন, আমি তোমাদের নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রেরিত প্রতিনিধি, তিনি তোমাদিগকে বলিতেছেন, তোমরা তোমাদের অবস্থানস্থলেই অবস্থান কর। কেননা, তোমরা তোমাদের প্রপিতা হযরত ইবরাহীমের উত্তরাধিকারের (সুন্নতের) উপর আছ। (তিনি সমস্ত আরাফাতকেই অবস্থানস্থল বা মাওকেফ ঘোষণা করিয়াছেন।) — তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
الْفَصْل الثَّانِي
عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ عَنْ خَالٍ لَهُ يُقَالُ لَهُ يَزِيدُ بْنُ شَيْبَانَ قَالَ: كُنَّا فِي مَوْقِفٍ لَنَا بِعَرَفَةَ يُبَاعِدُهُ عَمْرٌو مِنْ مَوْقِفِ الْإِمَامِ جِدًّا فَأَتَانَا ابْنُ مِرْبَعٍ الْأَنْصَارِيُّ فَقَالَ: إِنِّي رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكُمْ يَقُولُ لَكُمْ: «قِفُوا عَلَى مَشَاعِرِكُمْ فَإِنَّكُمْ عَلَى إِرْثِ من إِرْثِ أَبِيكُمْ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
