মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯৪
৪. প্রথম অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এমন কোন দিন নাই যাহাতে আল্লাহ্ তা'আলা আপন বান্দাদের দোযখ হইতে অধিক মুক্তি দিয়া থাকেন আরাফার দিন অপেক্ষা। তিনি সেদিন তাহাদের অতি নিকটে হন এবং তাহাদের লইয়া ফিরিশতাদের নিকট গর্ব করেন এবং বলেন যে, ইহারা কী চায় বল? (আমি তাহাদিগকে তাহা দিব।) — মুসলিম
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ فَيَقُولُ: مَا أَرَادَ هَؤُلَاءِ . رَوَاهُ مُسلم
