মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯৩
- হজ্জ্বের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আমি এই জায়গায় কোরবানী করিয়াছি, আর মিনা সমস্তটাই কোরবানীর জায়গা। সুতরাং তোমরা তোমাদের আবাসে কোরবানী কর। আমি ঐ স্থানে অবস্থান করিয়াছি, আর আরাফাত সমস্তটাই অবস্থানের স্থল এবং আমি এই জায়গায় অবস্থান করিয়াছি, আর মুযদালিফা সমস্তটাই অবস্থানের জায়গা। —মুসলিম
كتاب المناسك
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نحرتُ هَهُنَا وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي رِحَالِكُمْ. وَوَقَفْتُ هَهُنَا وعرفةُ كلُّها موقفٌ. ووقفتُ هَهُنَا وجَمْعٌ كلُّها موقفٌ» . رَوَاهُ مُسلم