মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৯৩
৪. প্রথম অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আমি এই জায়গায় কোরবানী করিয়াছি, আর মিনা সমস্তটাই কোরবানীর জায়গা। সুতরাং তোমরা তোমাদের আবাসে কোরবানী কর। আমি ঐ স্থানে অবস্থান করিয়াছি, আর আরাফাত সমস্তটাই অবস্থানের স্থল এবং আমি এই জায়গায় অবস্থান করিয়াছি, আর মুযদালিফা সমস্তটাই অবস্থানের জায়গা। —মুসলিম
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نحرتُ هَهُنَا وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي رِحَالِكُمْ. وَوَقَفْتُ هَهُنَا وعرفةُ كلُّها موقفٌ. ووقفتُ هَهُنَا وجَمْعٌ كلُّها موقفٌ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৯৩ | মুসলিম বাংলা