মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৯১
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৯১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি বায়তুল্লাহ্ শরীফের সাত পাক তওয়াফ করিয়াছে এবং তাহাতে এ ছাড়া কোন কথা বলে নাই, “সুবহানাল্লাহি ওয়াল-হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্”— তাহার দশটি গোনাহ্ মুছিয়া দেওয়া হইবে এবং দশটি নেকী তাহার জন্য লেখা হইবে, অধিকন্তু তাহার দশটি মর্যাদা বাড়াইয়া দেওয়া হইবে। আর যে ব্যক্তি তওয়াফের অবস্থায় কথা বলিয়াছে, সে আল্লাহর রহমতে আপন পা দিয়া ঢেউ দিয়াছে, যেমন কোন ব্যক্তি আপন পা দ্বারা পানিতে ঢেউ দিয়া থাকে। —ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ طَافَ بِالْبَيْتِ سَبْعًا وَلَا يَتَكَلَّمُ إِلَّا بِ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مُحِيَتْ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ. وَمَنْ طَافَ فَتَكَلَّمَ وَهُوَ فِي تِلْكَ الْحَالِ خَاضَ فِي الرَّحْمَةِ بِرِجْلَيْهِ كَخَائِضِ الماءِ برجليه . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
দো'আটির শেষ দিকের অনুবাদঃ আল্লাহ্ মহান; কাহারও উপায় বা শক্তি নাই আল্লাহর অবলম্বন ছাড়া ।