মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৯০
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৯০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ রোকনে ইয়ামানীর সাথে সত্তর জন ফিরিশতা নিয়োজিত রহিয়াছেন। যখন কোন ব্যক্তি বলে, “হে খোদা! আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও কুশল প্রার্থনা করি। হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতে ভালাই ও আখেরাতে ভালাই দান কর এবং দোযখের শাস্তি হইতে আমাদিগকে রক্ষা কর”, তখন তাহারা বলেন, আমীন! খোদা তুমি কবুল কর। —ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وُكِّلَ بِهِ سَبْعُونَ مَلَكًا» يَعْنِي الرُّكْنَ الْيَمَانِيَ فَمَنْ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ قَالُوا: آمين . رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৯০ | মুসলিম বাংলা