মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৮৭
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৭। বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় আছে—নাফে' বলেন, আমি হযরত ইবনে ওমরকে দেখিয়াছি হাজারে আসওয়াদকে আপন হাত দ্বারা স্পর্শ করিতে অতঃপর হাতকে চুমা দিতে এবং তাঁহাকে এই বলিতেও শুনিয়াছি, আমি উহা কখনও ত্যাগ করি নাই, যখন হইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উহা করিতে দেখিয়াছি।
كتاب المناسك
وَفِي رِوَايَةٍ لَهُمَا: قَالَ نَافِعٌ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يَسْتَلِمُ الْحَجَرَ بِيَدِهِ ثُمَّ قَبَّلَ يَدَهُ وَقَالَ: مَا تَرَكْتُهُ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَله