মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৮৮
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৮। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এই অভিযোগ করিলাম যে, আমি অসুস্থ। তিনি বলিলেনঃ তবে তুমি সওয়ার হইয়া লোকের পিছন দিয়া তওয়াফ কর। উম্মে সালামা বলেন, আমি তওয়াফ করিলাম, আর রাসূলুল্লাহ্ (ﷺ) তখন বায়তুল্লাহ্ শরীফের পার্শ্বে দাড়াইয়া নামায পড়িতেছিলেন এবং উহাতে 'সূরা তূর ওয়া কিতাবিমমাসতূর' পাঠ করিতেছিলেন। —মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَشْتَكِي. فَقَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ يَقْرَأُ ب (الطُّورِ وكِتَابٍ مسطور)
হাদীসের ব্যাখ্যা:
'সওয়ার হইয়া' – ইহাতে বুঝা গেল যে, সওয়ার হইয়া তওয়াফ করা হুযুরের বৈশিষ্ট্য নহে। মা'যুরী অবস্থায় অন্যেরাও তাহা করিতে পারে; কিন্তু আজকাল অবস্থা এইরূপ নাই যে, সওয়ারী লইয়া হেরেম শরীফের ভিতরে প্রবেশ করিতে পারে।