মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৮৬
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা এই দুই কোণ–রোকনে ইয়ামানীর কোণ ও হাজারে আসওয়াদ কোণ-কে স্পর্শ করিতে ছাড়ি নাই ভীড়ে অ-ভীড়ে, যখন হইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উহাদিগকে স্পর্শ করিতে দেখিয়াছি। — মোত্তাঃ
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: مَا تَرَكْنَا اسْتِلَامَ هَذَيْنِ الرُّكْنَيْنِ: الْيَمَانِي وَالْحَجَرِ فِي شِدَّةٍ وَلَا رخاء مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يستلمهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৮৬ | মুসলিম বাংলা