মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৭৯
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, হাজারে আসওয়াদ ও মাকামে ইবরাহীম বেহেশতের ইয়াকূতসমূহের মধ্য হইতে দুইটি ইয়াকূত। আল্লাহ্ উহাদের জ্যোতি দূর করিয়া দিয়াছেন। যদি উহাদের জ্যোতি দূর করা না হইত, তবে উহারা পূর্ব-পশ্চিম দিগন্তের মধ্যে যাহা আছে তাহাকে জ্যোতির্ময় করিয়া দিত। —তিরমিযী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الرُّكْنَ وَالْمَقَامَ يَاقُوتَتَانِ مِنْ يَاقُوتِ الْجَنَّةِ طَمَسَ اللَّهُ نورَهما وَلَو لم يطمِسْ نورَهما لأضاءا مَا بينَ المشرقِ والمغربِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
শায়খ দেহলবী (রঃ) বলেন, মোতাযেলাদের ন্যায় এ সকল হাদীসের অপব্যাখ্যা না করিয়া উহাতে যেভাবে আছে হুবহু সেভাবে বিশ্বাস করাই খাঁটি ঈমানের পরিচায়ক। কেননা, এ সকল কথার কোনটিতেই অসম্ভাব্যতার কিছুই নাই।
