মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৮০
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮০। (তাবেয়ী) ওবায়দ ইবনে ওমায়র হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হাজারে আসওয়াদ ও রোকনে ইয়ামানীর প্রতি যেভাবে ঝাপাইয়া পড়িতেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীদের অপর কাহাকেও উহাদের প্রতি এইরূপ ঝাঁপাইয়া পড়িতে দেখি নাই। ইবনে ওমর বলেন, যদি আমি এইরূপ করি (তাহাতে দোষের কিছুই নাই)। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, উহাদের স্পর্শ করা গোনাহের কাফফারাস্বরূপ এবং হুযূরকে আরও বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি বায়তুল্লাহর চারিদিকে সাত পাক ঘুরিবে এবং উহাকে পূর্ণ করিবে, উহা তাহার জন্য গোলাম আযাদের অনুরূপ হইবে। ইবনে ওমর বলেন, আমি তাঁহাকে আরও বলিতে শুনিয়াছি, কোন ব্যক্তি উহাতে এক পা রাখিবে না এবং অপর পা উঠাইবে না, কিন্তু আল্লাহ্ তা'আলা উহা দ্বারা তাহার একটি গোনাহ মাফ করিয়া দিবেন এবং তাহার জন্য একটি নেকী নির্ধারণ করিবেন। —তিরমিযী
وَعَن عُبيدِ بنِ عُمَيرٍ: أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُزَاحِمُ عَلَى الرُّكْنَيْنِ زِحَامًا مَا رَأَيْتُ أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُزَاحِمُ عَلَيْهِ قَالَ: إِنْ أَفْعَلْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مَسْحَهُمَا كَفَّارَةٌ لِلْخَطَايَا» وَسَمِعْتُهُ يَقُولُ: «مَنْ طَافَ بِهَذَا الْبَيْتِ أُسْبُوعًا فَأَحْصَاهُ كَانَ كَعِتْقِ رَقَبَةٍ» . وَسَمِعْتُهُ يَقُولُ: «لَا يَضَعُ قَدَمًا وَلَا يَرْفَعُ أُخْرَى إِلا حطَّ اللَّهُ عنهُ بهَا خَطِيئَة وكتبَ لهُ بهَا حَسَنَة» . رَوَاهُ التِّرْمِذِيّ
