মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৭৮
- হজ্জ্বের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হাজারে আসওয়াদ সম্পর্কে বলিয়াছেনঃ আল্লাহ্র কসম — কেয়ামতের দিন আল্লাহ্ উহাকে উঠাইবেন, তখন উহার দুইটি চক্ষু হইবে, যদ্বারা উহা দেখিবে এবং উহার একটি জিহ্বা হইবে, যদ্দ্বারা উহা বলিবে এবং যে উহাকে ঈমানের সহিত চুম্বন করিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিবে। —তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب المناسك
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجَرِ: «وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنِ اسْتَلَمَهُ بِحَقٍّ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه والدارمي