মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৭৫
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনা হইতে রওয়ানা হইয়া মক্কায় পৌঁছিলেন, অতঃপর হাজারে আসওয়াদের দিকে অগ্রসর হইলেন এবং উহাকে চুমা দিলেন, তৎপর বায়তুল্লাহর তওয়াফ করিলেন। অতঃপর সাফার উপর চড়িলেন, যাহাতে তিনি বায়তুল্লাহ্ দেখিতে পাইলেন। তৎপর হাত উঠাইলেন এবং আল্লাহর যিকির ও দোআ করিতে রহিলেন যাহা তিনি চাহিলেন। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ مَكَّةَ فَأَقْبَلَ إِلَى الْحَجَرِ فَاسْتَلَمَهُ ثُمَّ طَافَ بِالْبَيْتِ ثُمَّ أَتَى الصَّفَا فَعَلَاهُ حَتَّى يَنْظُرَ إِلَى الْبَيْتِ فَرَفَعَ يَدَيْهِ فَجَعَلَ يَذْكُرُ اللَّهَ مَا شَاءَ وَيَدْعُو. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

'যাহা তিনি চাহিলেন' – ইহাতে বুঝা গেল যে, হজ্জের কোন ধরা-বাঁধা দো'আ নাই । দো আকারী নিজের আবেগ অনুসারে দো'আ করিতে পারে, তবে হুযূরের করা দো'আ থাকিলে তাহা করাই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৭৫ | মুসলিম বাংলা