মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৭৬
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ বায়তুল্লাহর চারিদিকে তওয়াফ করা নামাযেরই অনুরূপ, তবে পার্থক্য এই যে, তোমরা ইহাতে কথা বলিতে পার। সুতরাং ইহাতে ভাল কথা ছাড়া কিছু বলিবে না। —তিরমিযী, নাসায়ী ও দারেমী। কিন্তু তিরমিযী এমন একদল মোহাদ্দেসের নাম করিয়াছেন, যাঁহারা ইহাকে হযরত ইবনে আব্বাসের কথা অর্থাৎ, মউকুফ হাদীস বলিয়াই সাব্যস্ত করিয়াছেন।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الطَّوَافُ حَوْلَ الْبَيْتِ مِثْلُ الصَّلَاةِ إِلَّا أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ إِلَّا بِخَيْرٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَذَكَرَ التِّرْمِذِيُّ جَمَاعَةً وَقَفُوهُ عَلَى ابْنِ عباسٍ
