মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৭৪
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৪। (তাবেয়ী) মুহাজেরে মক্কী বলেন, একদা হযরত জাবের (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, যে ব্যক্তি বায়তুল্লাহ্ শরীফ দেখিবে (এবং দো'আ করিবে সে দো'আতে আপন হাত উঠাইবে কিনা? উত্তরে তিনি বলিলেন, আমরা নবী করীম (ﷺ)-এর সাথে হজ্জ করিয়াছি; কিন্তু আমরা এইরূপ করি নাই। – তিরমিযী ও আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنِ الْمُهَاجِرِ الْمَكِّيِّ قَالَ: سُئِلَ جَابِرٌ عَنِ الرَّجُلِ يَرَى الْبَيْتَ يَرْفَعُ يَدَيْهِ فَقَالَ قَدْ حَجَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ نَكُنْ نَفْعَلُهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

বায়হাকী (রঃ) বলেন, বায়তুল্লাহ্ দেখিলে হাত উঠাইয়া দোআ করার হাদীসসমূহই অধিক সহীহ; কিন্তু মোল্লা আলী কারী (রঃ) বলেন, প্রথমবার দেখিয়া হাত উঠাইলে এবং অতঃপর আর না উঠাইলে উভয় রকমের হাদীসেরই মীমাংসা হইয়া যায়। (মেরকাত)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৭৪ | মুসলিম বাংলা