মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৭৩
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, হজ্জে বেদার (এক বৎসর) পূর্বে যে হজ্জে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে আমীরুল হজ্জ করিয়া পাঠাইয়াছিলেন, সে হজ্জে হযরত আবু বকর আমাকে কতক লোকের সাথে কোরবানীর দিনে মানুষের মধ্যে এই ঘোষণা করিতে নির্দেশ দিয়া পাঠাইলেন, “শুন ! এই বৎসরের পর আর কোন মুশরিক বায়তুল্লাহর হজ্জ করিতে পারিবে না এবং আর কেহ কখনও নাঙ্গা হইয়া উহার তওয়াফ করিতে পারিবে না।” – মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ أَمَرَهُ أَنْ يُؤَذِّنَ فِي النَّاسِ: «أَلَا لَا يَحُجُّ بَعْدَ العامِ مشرِكٌ وَلَا يطوفَنَّ بِالْبَيْتِ عُرْيَان»
হাদীসের ব্যাখ্যা:
জাহেলিয়াত যুগে মুশরিকরা এই ভাবিয়া উলঙ্গ হইয়া তওয়াফ করিত যে, যে কাপড়ে গোনাহ করা হইয়াছে সে কাপড়ে খোদার ঘরের তওয়াফ করা উচিত নহে।
