মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৭২
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭২। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওয়ানা হইলাম, হজ্জ ছাড়া কিছুর তালবিয়া বলিতাম না। যখন আমরা 'সারেফ' পর্যন্ত পৌঁছিলাম, আমার ঋতুকাল উপস্থিত হইয়া গেল। এ সময় একবার নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। তখন আমি কাঁদিতেছি। তিনি বলিলেন, সম্ভবতঃ তোমার ঋতু উপস্থিত হইয়াছে? আমি বলিলাম, হ্যাঁ। তখন তিনি বলিলেন, ইহা এমন একটি ব্যাপার যাহা আল্লাহ্ তা'আলা আদম সন্ততিদের জন্য নির্ধারণ করিয়া রাখিয়াছেন যাহা টলিবার নহে।) সুতরাং তুমি হাজীগণ যাহা করে তাহা করিতে থাক, তবে বায়তুল্লাহর তওয়াফ করিও না, যাবৎ না তুমি পাক হও। মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَذْكُرُ إِلَّا الْحَجَّ فَلَمَّا كُنَّا بِسَرِفَ طَمِثْتُ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ: «لَعَلَّكِ نَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ قَالَ: «فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَافْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي»

হাদীসের ব্যাখ্যা:

অপর হাদীসে আছে, “আমি তালবিয়া বলি নাই উমরার ছাড়া।” সুতরাং এখানে যে বলা হইল, “আমরা হজ্জ ছাড়া অপর কিছুর তালবিয়া বলি নাই”, ইহার অর্থ হইল, “হজ্জই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য”, যদিও ইহার সাথে আমরা উমরা করারও সুযোগ পাইয়াছিলাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৭২ | মুসলিম বাংলা