মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৭১
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭১। হযরত আবু তুফায়ল (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়তুল্লাহর তওয়াফ করিতে দেখিয়াছি—তিনি আপন সাথের থাকা ছড়ি দ্বারা হাজারে আসওয়াদকে স্পর্শ করিয়াছেন, অতঃপর ছড়িকে চুম্বন করিয়াছেন। —মুসলিম
وَعَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطُوفُ بِالْبَيْتِ وَيَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ مَعَهُ ويقبِّلُ المحجن. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কাছে যাওয়ার অসুবিধা হইলে এইরূপ করা জায়েয আছে। হুযূর সাহাবীদের সুযোগদানের জন্যই নিজে দূরে থাকিয়া ছড়ি দ্বারা স্পর্শ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৭১ | মুসলিম বাংলা