মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৬৪
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা হজ্জ্ব বা উমরাতে প্রথমে আসিয়া যখন তওয়াফ করিতেন, তিন পাক জোরে পদক্ষেপ করিতেন এবং চারি পাক স্বাভাবিকভাবে চলিতেন, অতঃপর (মাকামে ইবরাহীমের নিকট) দুই রাকআত (তওয়াফের) নামায পড়িতেন। তৎপর সাফা ও মারওয়ার মধ্যে সায়ী করিতেন। ---মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا طَافَ فِي الْحَجِّ أَوِ الْعمرَة مَا يَقْدَمُ سَعَى ثَلَاثَةَ أَطْوَافٍ وَمَشَى أَرْبَعَةً ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ يَطُوفُ بَيْنَ الصَّفَا والمروة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৬৪ | মুসলিম বাংলা