মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৬৩
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬৩। হযরত ওরওয়া ইবনে যুবায়র বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ্ব করিয়াছেন। (আমার খালা) হযরত আয়েশা আমাকে বলিয়াছেন, নবী করীম (ছাঃ) যখন মক্কায় প্রবেশ করিলেন, তখন প্রথমে যে কাজ করিলেন তাহা হইল তিনি ওযু করিলেন, অতঃপর বায়তুল্লাহর তওয়াফ করিলেন, তবে উহাকে উমরায় পরিণত করিলেন না। (অর্থাৎ, এহুরাম খুলিলেন না।) অতঃপর হযরত আবু বকর হজ্জ করিয়াছেন এবং তিনি প্রথমে যে কাজ করিয়াছেন তাহাও হইল বায়তুল্লাহর তওয়াফ, তবে তিনিও উহাকে উমরায় পরিণত করেন নাই। অতঃপর হযরত ওমর তৎপর হযরত ওসমানও এইরূপ করিয়াছেন। মোত্তাঃ
وَعَن عُروةَ بنِ الزُّبيرِ قَالَ: قَدْ حَجَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ مَكَّةَ أَنَّهُ تَوَضَّأَ ثُمَّ طَافَ بِالْبَيْتِ ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ حجَّ أَبُو بكرٍ فكانَ أوَّلَ شيءٍ بدَأَ بِهِ الطوَّافَ بالبيتِ ثمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ عُمَرُ ثُمَّ عُثْمَانُ مثلُ ذَلِك

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, মক্কায় প্রবেশ করার পর প্রথম ও প্রধান কাজ হইল খোদার ঘরের তওয়াফ করা। ইহা সুন্নত, কিন্তু যাহারা উমরার নিয়তে গিয়াছে তাহাদের জন্য ইহা ওয়াজিব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৬৩ | মুসলিম বাংলা