মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৬২
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬২। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা পৌঁছিতেন, উহার উঁচু দিক হইতে উহাতে প্রবেশ করিতেন এবং নীচ দিক হইতে বাহির হইতেন। --মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا جَاءَ إِلَى مَكَّةَ دَخَلَهَا مِنْ أَعْلَاهَا وخرجَ منْ أسفلِها

হাদীসের ব্যাখ্যা:

মক্কা মুআযযামার উঁচু দিক হইল 'সানিয়ায়ে কাদা'র দিক। মক্কার প্রধান গোরস্থান 'জান্নাতুল মাওলা' (মালা) এদিকেই অবস্থিত। আর নীচ দিক হইল 'সানিয়ায়ে কুদা'র দিক। ইহাকে বর্তমানে ‘বাবুশ শবীকা' বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৬২ | মুসলিম বাংলা