মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৬৫
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ হইতে শুরু করিয়া হাজারে আসওয়াদ পর্যন্ত তিন পাক জোরে পদক্ষেপ করিয়াছেন এবং চারি পাক স্বাভাবিকভাবে চলিয়াছেন। এইরূপে তিনি যখন সাফা মারওয়ার মধ্যে সায়ী করিয়াছেন, বড়ল-মসীলে (অর্থাৎ, নীচু জায়গায় দৌড়াইয়া চলিয়াছেন। মুসলিম
وَعَنْهُ قَالَ: رَمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ الْحَجَرِ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا وَكَانَ يَسْعَى بِبَطْنِ الْمَسِيلِ إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হজ্জে সাফা মারওয়ার মধ্যে সায়ী করা হানাফী মাযহাব মতে ওয়াজিব এবং শাফেয়ী মাযহাব মতে রোকন বা ফরয। আর মধ্যখানের নীচু জায়গায় দৌড়াইয়া চলা সকলের মতেই সুন্নত।
