মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৫৮
২. প্রথম অনুচ্ছেদ - বিদায় হজের বৃত্তান্তের বিবরণ
২৫৫৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইহা উমরা, যাহা দ্বারা আমরা তামাত্তু করিলাম (অর্থাৎ, লাভবান হইলাম)। সুতরাং যাহার নিকট কোরবানীর পশু নাই, সে যেন পূর্ণভাবে হালাল হইয়া যায়। মনে রাখিও, উমরা হজ্জের মাসে প্রবেশ করিল কেয়ামত পর্যন্তের জন্য। মুসলিম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «هَذِهِ عُمْرَةٌ اسْتَمْتَعْنَا بِهَا فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ الْهَدْيُ فَلْيَحِلَّ الْحِلَّ كُلَّهُ فَإِنَّ الْعُمْرَةَ قَدْ دَخَلَتْ فِي الْحَجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ مُسْلِمٌ
وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّانِي
وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّانِي
হাদীসের ব্যাখ্যা:
'তামাত্তু' এখানেও আভিধানিক অর্থে ব্যবহৃত হইয়াছে। 'পূর্ণভাবে হালাল হইয়া যায়'—অর্থে উমরার জন্য তওয়াফ ও সায়ী করিয়া যেন পূর্ণভাবে এরাম খুলিয়া ফেলে। তাহার জন্য এহরামের নিষিদ্ধ বস্তু হালাল হইয়া গেল। পরে নূতনভাবে হজ্জের এহরাম বাঁধিবে।
[এ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নাই।]
[এ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নাই।]
