মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৫৪
১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মুশরিকরা তালবিয়াতে বলিত, 'হে খোদা! হাযির আছি, তোমার কোন শরীক নাই' – এই সময় রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, তোমাদের সর্বনাশ হউক, থাম থাম (আর আগে বাড়িও না। কিন্তু তাহারা আগে বাড়িয়া বলিত) — 'অবশ্য যে শরীক তোমার আছে যাহার মালিক তুমি এবং সে তোমার মালিক নহে।' মুশরিকরা ইহা বলিত এবং বায়তুল্লাহর তওয়াফ করিত। —মুসলিম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ: لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلَكُمْ قَدْ قَدْ» إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ. يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
'এই সময়' শব্দ হইতে 'বলিত' শব্দ পর্যন্ত বাদ দিলে তাহাদের তালবিয়া পাওয়া যায়।
